আর একদিন পর শুক্রবার (৯ ডিসেম্বর) বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা। ইতোমধ্যে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সেই ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে।
মাঠে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্প্যানিশ রেফারি অ্যান্তোনিও মাতেউ লাহোজ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও নিজেদের টুইটার হ্যান্ডেলে তার নিযুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। লাহোজ বিশ্বকাপের সবচেয়ে পরিচিত এবং
অভিজ্ঞ রেফারিদের একজন। ম্যানচেস্টার সিটি এবং চেলসির মধ্যে ২০২০-২০২১ মৌসুমের ফাইনালসহ ৪৫ বছর বয়সী স্প্যানিয়ার্ড তার ক্যারিয়ারে ৪১টি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রেফারি করেছেন। অতীতে, লাহোজ ডাচ ম্যাচে দু’বার রেফারির দায়িত্ব
পালন করেন। ২০১৬ সালের মার্চ মাসে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচের দায়িত্বে ছিলেন এবং ২০১৫ সালের সেপ্টেম্বরে তিনি তুরস্কের বিপক্ষে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন। কাতার বিশ্বকাপে এটি লাহোজের তৃতীয় ম্যাচ।
তিনি এর আগে কাতার-সেনেগাল এবং ইরান-যুক্তরাষ্ট্র গ্রুপ ম্যাচের দায়িত্ব পালন করেন। লুসাইল স্টেডিয়ামে শুক্রবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় শুরু হবে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার ম্যাচটি। এ ম্যাচের জয়ী দল দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে।