মুমিনুল হক, একসময় বাংলাদেশ টেস্ট দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার ছিলেন। সাদা পোশাকে মাঠে নামলেই রান পেতেন এই বাঁহাতি ব্যাটার। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট করতেই যেন ভুলে গেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট তো দূরের কথা,
ঘরোয়া ক্রিকেটেও রানের দেখা পাচ্ছেন না মুমিনুল। তবুও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন ৩১ বছর বয়সী এই ব্যাটার। নেপথ্য কারণ দেখিয়ে নির্বাচকরা জানান, অভিজ্ঞতার কারণেই তাকে আরেকটি সুযোগ দেয়া হয়েছে।
পরিসংখ্যান বলছে, সর্বশেষ ১৭ টেস্টে মুমিনুলের ব্যাট থেকে এসেছে মাত্র একটি ফিফটি। গত ৯টিতে স্পর্শ করতে পারেননি দুই অঙ্ক। ব্যাটিং ব্যর্থতা থেকে বের হয়ে আসতে ছেড়ে দেন অধিনায়কত্বও। তবুও রানের দেখা পাচ্ছেন না তিনি।
সম্প্রতি বিসিএলের ওয়ানডে সংস্করণে তিন ম্যাচে মুমিনুলের রান ০, ২৯ ও ০। এরপর বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টে করেন ৪ ও ১৭। দ্বিতীয় ম্যাচেও ব্যর্থতার ধারা অব্যাহত রেখেছেন তিনি।
দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে বিদায় নেন ১৫ রানে। ব্যাট হাতে এত ব্যর্থতার পরও অভিজ্ঞতার কারণেই মুমিনুলকে সুযোগ দেয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অভিজ্ঞতার কারণে আমরা তাকে আরেকটি সুযোগ দিচ্ছি। যেহেতু টেস্ট ক্রিকেটে ওর রেকর্ড এখনও যথেষ্ট ভালো এবং অভিজ্ঞতা তো সবসময়ই একটা বড় ব্যাপার। এজন্য ওকে সুযোগ দেওয়া হয়েছে।