সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটের আলোচিত এক নাম নাজমুল হোসেন শান্ত। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তামিম ইকবালের ইনজুরিতে একাদশে সুযোগ পেলেও ব্যাট হাতে ব্যর্থ হন তিনি।
সেদিন বাংলাদেশের ইনিংসের প্রথম বলেই ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন এ বাঁহাতি ব্যাটার। প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে শান্ত ব্যর্থ হলেও এই ব্যাটার পাশে পেয়েছেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গোকে।
শান্তকে দলে নেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় নির্বাচক-কোচকে। তবে রাসেল ডমিঙ্গো জানান, এমন অনেক ক্রিকেটারই রয়েছে যারা ক্যারিয়ারের শুরুর দিকে অনুজ্জ্বল ছিল। সাংবাদিকদের সাথে আলাপকালে ডমিঙ্গো উদাহরণ
হিসেবে জ্যাক ক্যালিসের কথাও বলেন। ডমিঙ্গো বলেন, ‘আমি বাঁহাতি-ডানহাতি ওপেনিং জুটি পছন্দ করি। শান্তকে দেখে মনে হচ্ছে সে সাদা বলের ক্রিকেটের ছন্দটা ধরতে পারছে। সর্বশেষ বিশ্বকাপেও দুটি ফিফটি করেছে। আমি অনেক গ্রেট প্লেয়ার
দেখেছি যাদের প্রথম ২০-২৫ ম্যাচ, ২০ টেস্ট ম্যাচের রেকর্ড ভালো ছিল না। উদারহণ হিসেবে জ্যাক ক্যালিসের কথা বলা যায়।’শান্তকে আরও ধারাবাহিক হতে হবে উল্লেখ করে ডমিঙ্গো আরও যোগ করেন, ‘ক্যালিসের প্রথম ১২ টেস্টে মনে হয় গড় ছিল ১২।
আমরা জানি, শান্তর আরও ধারাবাহিক হওয়া উচিত। কিছু ক্রিকেটারের প্রতি আপনার ধৈর্যশীল হতে হবে। কঠিন কন্ডিশনে ১২টা ওয়ানডে ম্যাচ খুব বেশি না। তাই আমাদের ধৈর্য্য ধরতে হবে। তাদের ফর্ম খুঁজে পাওয়ার সুযোগ দিতে হবে।’