পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় পা রেখেছে আকাশি-সাদারা। গ্রুপসেরা হওয়ার কারণে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের মুখোমুখি হতে হচ্ছে না আর্জেন্টিনাকে।
শেষ ষোলোয় লিওনেল মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আগামী ৩ ডিসেম্বর (শনিবার) দিনগত রাত ১টায় কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে হবে ম্যাচটি। ‘ডি’ গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৪-১ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া।
এরপর তিউনিসিয়াকে ১-০ এবং ডেনমার্ককে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোয় জায়গা করে অস্ট্রেলিয়া। কিছুটা কঠিন সমীকরণ মাথায় নিয়েই মাঠে নেমেছিলেন লিওনেল মেসিরা। হারলেই আসর থেকে বিদায়। ড্র করলেও নিশ্চিত নয়
শেষ ষোলো। অঙ্কের মারপ্যাচে উত্তর মিললেও মুখোমুখি হওয়ার সম্ভাবনা উড়ন্ত ফ্রান্সের। গ্রুপ চ্যাম্পিয়ন ভিন্ন কোন চিন্তা তাই মাথায় নিয়ে নামার সুযোগ ছিল না আলবিসেলেস্তেদের। পুরো ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলে ও দ্বিতীয়ার্ধে দুই গোল করে মিলিয়ে দিয়েছে
দু’বারের চ্যাম্পিয়ন ল্যাতিন দলটি। শেষ ষোলোয় এখন তারা মুখোমুখি হবে ডেনমার্ককে বিদায় করে ‘ডি’ গ্রুপের রানার্স আপ হওয়া অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার। ফলে আশা করা হচ্ছে, কিছুটা সহজেই শেষ আট তথা কোয়ার্টার ফাইনালে যেতে পারবে আকাশি-সাদারা।
অন্যদিকে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ফ্রান্স, দ্বিতীয় রাউন্ডে খেলবে পোল্যান্ডের বিপক্ষে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে এই ফ্রান্সের কাছেই ৪-৩ গোলে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা।