পেনাল্টিতে নেইমার যেভাবে গোল করেন সেটা যেন আর কেউ’ই পারেন না। নেইমারের পেনাল্টি শট মারা মানেই যেন গোল। আর সেটা’ও দর্শনীয় গোল। নেইমার পেনাল্টি মারা মানে’ই গোলকিপার উল্টো দি’কে ঝাঁপ দেওয়া কিংবা ঠায় দাঁড়িয়ে থাকা।
অথচ নেইমার কিন্তু পেনাল্টি শট মারেন ধীর গতি’তে। মনে হয় যেন গোলকিপার চাইলেই থামাতে পারবে এই শট। কিন্তু তার শট একটি বুদ্ধিদিপ্ত যে, গোলকিপার নড়ারও সুযোগ পান না। আবার যদি গোলকিপার কোন দিকে ঝাঁপও দেন, দেখা যায় বল যা’চ্ছে তার উল্টো দিকে।
এই পেনাল্টি আরও একবার দেখা গেল দক্ষিণ কোরিয়ার বিপ’ক্ষে আজকের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে। ম্যাচের ১২ মিনিটের সময় পেনাল্টি নেন নেইমার। আর এই পেনাল্টি আটকানোর সাধ্য ছিল না প্র’তিপক্ষ গোলকিপারের।