ফুটবল মাঠে সময়টা ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। বিশ্বকাপে তার দল ভালো করলেও ব্যক্তিগত পারফরম্যান্সে অনেকটাই মলিন এই তারকা ফুটবলার। বিশ্বকাপের মাঝেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় তার।
এবার পর্তুগালের হয়ে শেষ ম্যাচের একাদশে জায়গা হারান তিনি। সবমিলিয়ে, রোনালদো যে বাজে সময় পার করছেন তা বলা ই যায়। রোনালদোর সঙ্গে ম্যানইউ’র বিচ্ছেন নিয়ে এবার কথা বলেছেন ক্লাবটির কোচ এরিক টেন হ্যাগ। তিনি মনে করেন,
রোনালদোর চলে যাওয়াতে ম্যানইউর কোনো ক্ষতি হবে না। খবর: দ্য ডেইলি মেইল টেন হ্যাগ বলেন, ‘এটা এখন অতীত। আমরা সামনের দিকে তাকাতে চাই। ভবিষ্যতের কথা ভাবতে চাই। নাম উল্লেখ না করলেও পর্তুগিজদের ব্যক্তিত্বই রোনালদোর
বিদায়ের কারণ হতে পারে বলে ইঙ্গিত দেন হ্যাগ।’ম্যানইউ কোচের দাবি, পিছনে থাকা মানুষটিও গুরুত্বপূর্ণ, আপনি এটি অবমূল্যায়ন করতে পারবেন না। তিনি বলেন, ‘ড্রেসিংরুমে আপনার সঠিক চরিত্রের প্রয়োজন, আপনি যদি খেলা জিততে চান,
ট্রফি জিততে চান।’এরিক টেন আরও যোগ করেন, ‘আমরা খেলোয়াড়দের সচেতন করি যে বিশ্বকাপ শেষে ক্লাবে ফিরতে হবে। এজন্য প্রস্তুত থাকতে হবে, আমি মনে করি খেলোয়াড়রা এতে অভ্যস্ত।’