বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হার মেনেছে বাংলাদেশ। এই ম্যাচটি জিতলে শেষ চারের টিকিট পাওয়ার সুযোগ ছিল টাইগারদের সামনে। কিন্তু লড়াই করার মতো ভালো পুঁজিই গড়তে পারেনি তারা।
যদিও সাকিব আল হাসানের বিতর্কিত আউট নিয়ে বেশ আলোচনা, সমালোচনা হচ্ছে। কিন্তু বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, ওই আউট বাদ দিয়েও ১৫০ কিংবা তার কাছাকাছি রান করা দরকার ছিল সাকিব-আফিফদের।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফি লিখেন, “১০ ওভারে ৭০ রানে ১ উইকেট, সেখানে পরের ১০ ওভারে ৫৭ রানে ৭ উইকেট। সাকিবের আউট বিতর্কিত হলেও রান আমাদের ১৫০ বা তার কাছাকাছি হওয়া উচিত ছিল।”
“তাহলে পাকিস্তানের চাপ সামলানো কঠিন হয়ে যেত, যেহেতু ওদের ব্যাটসম্যানরা ভালো ফর্মে নাই। তার প্রমাণ ১৩৩ চেজ করতে পারে নাই জিম্বাবুয়ের সাথে। বাংলাদেশ অনেক ভালো খেলেছে, বিশেষ করে টিমটা গড়ে উঠছে”।
“একটু সময় প্রয়োজন এ দলটার। কারণ, অনেক বড় এবং কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছে দল নির্বাচনে, যা ভবিষ্যতে আরও সাহসী করে তুলবে ম্যানেজম্যান্টকে। যেহেতু বাংলাদেশ এই ফরম্যাটে কখনো ভালো করছিল না, তাই এরকম কিছু করার দরকার ছিল”।
“তবে একটা বিষয় নিশ্চিত টি-টোয়েন্টিকে এখন যথেষ্ট গুরুত্ব দিতে হবে। কারণ, বাই লেটারেল সিরিজ এবং ওয়ার্ল্ড কাপে অনেক টি-টোয়েন্টি ম্যাচ হবে। এমনকি ৫০ ওভার ওয়ার্ল্ড কাপ থেকেও বেশি হবে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। অন্তত এফটিপি তো তাই বলে”।
“সারা বছর একটা সিস্টেমে এনে এদের প্রস্তুত করতে হবে, সাথে আরও কিছু স্পেশাল খেলোয়াড় খুঁজে তাদের সুযোগ তৈরি করে দিতে হবে। অস্ট্রেলিয়ায় ওয়ার্ল্ড কাপ এতোটা ভালো খেলবে দল সেটা ক্রিকেটের খুব কাছে থাকা মানুষরাও হয়তো আশা করি নাই।”
“গ্রুপটাও আমাদের ফেভারেই ছিল অনেকটা, জাস্ট একটা বড় ম্যাচ জিততে হতো। সামনেই আসছে ইন্ডিয়ার সাথে টেস্ট ম্যাচ এবং ওয়ানডে সিরিজ। তামিম টেস্ট/ওয়ানডে, মুশফিক টেস্ট/ওয়ানডে এবং রিয়াদ ওয়ানডেতে সম্ভবত দলে ফিরবে। আপাততো চোখ সেদিকেই থাকবে। শুভ কামনা বাংলাদেশ দলের জন্য।”