অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৯ এবং ১০ নভেম্বর। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড-পাকিস্তান এবং দ্বিতীয় ম্যাচে ভারত-ইংল্যান্ড ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে। এই দুটি
ম্যাচের জন্য আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের নাম ঘোষণা করেছে আইসিসি। সেমিফাইনাল থেকে বাদ পড়েছেন সুপার টুয়েলভের অন্তত দুটি ম্যাচে ভুলভাল আম্পায়ারিং করা ল্যাংটন রুজেরে। আইসিসি জানিয়েছে, ৯ নভেম্বর
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচের ফিল্ড আম্পায়ার থাকবেন মাইরাস এরাসমাস এবং রিচার্ড লিলিংওর্থ। তৃতীয় আম্পায়ার রিচার্ড ক্যাটেলবরা, চতুর্থ আম্পায়ার মাইকেল গফ এবং ক্রিস ব্রড থাকবেন ম্যাচ রেফারি। ম্যাচটি
অনুষ্ঠিত হবে সিডনিতে বাংলাদেশ সময় দুপুর ২টায়। তবে মারাইসকে নিয়েই যতো ভয় পাকিস্তানিদের। কারণ, বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ইরাসমাসের অধীনেই খেলেছিল পাকিস্তান। সে ম্যাচে ইরাসমাসের ওপর
ভিরাট কোহলির প্রভাব বিস্তার নিয়ে হয়েছিল আলোচনা-সমালোচনা। দ্বিতীয় সেমিফাইনালে ভারত-ইংল্যান্ডের ম্যাচে থাকছেন না এরাসমাস। যিনি বাংলাদেশ-ভারতের সুপার টুয়েলভের ম্যাচে বিরাট কোহলির ফেক ফিল্ডিং দেখেও না
দেখার ভান করেছিলেন। অ্যাডিলেডে ১০ নভেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টায় অনুষ্ঠিতব্য সেমিফাইনালের ম্যাচটির ফিল্ড আম্পয়ার থাকবেন কুমার ধর্মসেনা এবং পল রেইফেল। এছাড়া থার্ড আম্পায়ার ক্রিস গ্যাফানি, চতুর্থ আম্পায়ার রড টাকার এবং ডেভিড বুন ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।’