কাতার বিশ্বকাপের অন্যতম হট ফে’ভারিট দল ব্রাজিল। ইতিমধ্যেই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় লাভ করে নকআউট পর্ব নিশ্চিত করে’ছে তারা। দুই ম্যাচে আক্র’মণাত্মক ফুটবল উপহার দেয় সেলেসাওরা।
একের পর এক আক্রমণ করে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করে খেলে তারা।প্রতিপক্ষের উপর ব্রাজিল চাপ তৈরি করলেও ব্রাজিলের উপর সুইজারল্যান্ড কিংবা সার্বিয়া কেউই ভ’য়ংকর কোনো আ’ক্রমণ করতে পারেনি।
ফলে দুই ম্যাচে ‘বেকার’ থাকতে হয়েছে ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকারকে। ব্রাজি’লের আক্রমণভাগ নিয়ে অনেক কথা হলেও ব্রাজিলের রক্ষণভাগও যে দুর্দান্ত সেটি নিয়ে খুব কমই কথা হয়েছে। থিয়া’গো সিলভা, মার্কিনিয়োসের মত
তারকা ডিফেন্ডার রয়েছে দলটিতে। এছাড়া দানিলোর মত পরীক্ষিত ফুটবলার ব্রাজিলের রক্ষণভাগের যেন শক্তিই বাড়িয়েছে। এমন কঠিন রক্ষণভাগ থাকায় দুই ম্যাচে একটি গোলও ঠেকাতে হয়নি বর্তমানের সেরা গোলরক্ষক আলিসন বেকারকে।
দুই ম্যাচে সার্বিয়ার নেয়া ১১টি শট হয়তো ডিফেন্ডাররা প্রতিহত করে দি’য়েছেন নয়তো লক্ষ্যে যায়নি সেই শটগুলো। ফলে, আলিসন বেকারকে ‘বেকার’ সময়ই পার করতে হয়েছে প্রথম দুই ম্যাচে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের ফুটবলাররা
আলিসন বেকারের বড় পরী’ক্ষা নিতে পারে কিনা সেটিই দেখার বিষয়, যদিও শক্তির বিচার, সাম্প্রতিক ফর্মে এগিয়ে থাকা ব্রাজিলের বিপ’ক্ষে সেই সম্ভাবনা কম।