ফুটবল অনুসারী বাণিজ্যিক বিশ্লেষকদের মতে কাতার বিশ্বকাপের শিরোপা জিতবে ব্রাজিল। বিশ্বের ১৩৫জন বিজনেস অ্যানালিস্টকে নিয়ে জরিপ চালিয়েছে রয়টার্স। যেখানে প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে আছে ব্রাজিল।
আর্জেন্টিনা পেয়েছে মাত্র ১৫ শতাংশ ভোট। ব্রাজিল নাকি আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকাপ চলাকালীন সবচেয়ে বেশিবার করা প্রশ্ন বুঝি এটাই। ভক্তদের তর্ক যুদ্ধে কাউকেই পিছিয়ে রাখার সুযোগ নেই। ব্রাজিলের ষষ্ঠ শিরোপা নাকি লিওনেল মেসির প্রথম। কিংবা
শিরোপা ধরে রাখতে পারবে কি ফ্রান্স? নাকি পুনরুদ্ধার করবে জার্মানি। কাতার বিশ্বকাপ পৌঁছে গেছে দোরগড়ায়। শুরুর ক্ষণ যতই এগিয়ে আসছে ততই বাড়ছে হিসেব নিকেশ। কে এগিয়ে কে পিছিয়ে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এরই মধ্যে সামনে
এলো বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল অনুসরণ করা বাণিজ্য বিশ্লেষকদের হিসেব। ফুটবল খুব ভালোভাবে অনুসরণ করেন বিশ্বের এমন ১৩৫জন বাণিজ্য বিশ্লেষকের মধ্যে জরিপ চালিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। যেখানে কাতার বিশ্বকাপে ফেভারিট
হিসেবে এগিয়ে আছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। জরিপের ফলাফল বলছে আবারো ২০০২ বিশ্বকাপের পর শিরোপা ঘরে তুলবে সেলেসাওরা। গোল্ডেন বল জিতবেন মেসি অথবা নেইমার। আর গোল্ডেন বুট যাবে কিলিয়ান এমবাপ্পের দখলে।
গোল্ডেন গ্লাভস পাবেন ব্রাজিলের অ্যালিসন বেকার। এই জরিপে অংশ নেয়া ৪৬ শতাংশ অর্থাৎ প্রায় অর্ধেক ভোটই গেছে ব্রাজিলের পক্ষে। আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছেন ১৫ শতাংশ বিশ্লেষক। ফ্রান্স পেয়েছে ১৪ শতাংশ ভোট। জার্মানি ৭ শতাংশ, ইংল্যান্ড
ও বেলজিয়াম পেয়েছে মাত্র ৫ শতাংশ সমর্থন। মুম্বাইয়ের এলারা ক্যাপিটালের অর্থনীতিবিদ গরিমা কাপুর বলছেন, মাঝমাঠে ক্যাসেমিরো আর রক্ষণে থিয়াগো সিলভার অভিজ্ঞতার সঙ্গে গভীরতা সম্পন্ন এক আক্রমণভাগ মিলিয়ে ব্রাজিলের খুব ভালো
সম্ভাবনা আছে এবারের বিশ্বকাপে। তবে আর্জেন্টিনার ভক্তদেরও নিরাশ হওয়ার সুযোগ নেই। ফিফা গেমের ফ্র্যাঞ্চাইজি ইএ স্পোর্টস বিশ্বকাপের ৬৪ ম্যাচের গতি প্রকৃতি বিবেচনা করে ট্রফি তুলে দিচ্ছে মেসিদের হাতে।