মোঃ আলমগীর হোসেন, প্রতিদিনের পোস্ট || ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন বড়হিত গ্রামে জহির আলম এর একটি গরুর গর্ভে দুই মাথা চার চোখ বিশিষ্ট্য অস্বাভাবিক বাছুর জন্ম হয়েছে। বাছুরটি এক নজরে দেখতে তার বাড়িতে ভিড় করছে বিভিন্ন এলাকার উৎসুক জনতা। আজ শুক্রবার সকাল ৯ টার দিকে ভেটেরিনারি পল্লিচিকিৎসক এর সিজারের মাধ্যমে দুই মাথা চার চোখ বিশিষ্ট ওই গরুর বাছুরের জন্ম হয়।
স্থানীয় বাসীন্দারা বলেন, সকালে শুনলাম জহির আলমের একটি গাভীর দুই মাথা চার চোখ ও চার কান বিশিষ্ট একটি বাছুর জন্ম হয়েছে। দুই মাথা চার চোখ ও চার কান নিয়ে জন্ম নেওয়া বাছুর টিকে এক নজর দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে উৎসুক জনতা ভীড় করে তার বাড়িতে। এই ধরনের ঘটনা এই প্রথম দেখলাম আমরা।
জহির আলম এর স্ত্রী প্রতিদিনের পোস্টকে বলেন, আমার স্বামী ফার্ণিচারের কাজ করে। আমার বাবা আমাকে একটি গরু ক্রয় করে দেই লালন পালন করার জন্য। সেটি আমি দীর্ঘ দিন ধরে লালন পালন করে আসছি। প্রথমে একটি বাছুর জন্ম দেয় গাভী টি, পরবর্তীতে ৯ মাস পরে গাভী টি ফিরলে পূণরায় ধরিয়ে দেয়। গাভী টির গতকাল রাত থেকে প্রসব এর যন্ত্রনা শুরু হয়। আজ সকালে গাভীর ফুড়া বের হলে আমার চাচা শুশুরকে অবগত করি। তারা বাছুর খালাস করতে গিয়ে দেখে বাছুরের দুটি মাথা।পরে ভেটেরিনারি পল্লিচিকিৎসককে অবগত করলে ডা: গাভীর পেট কেটে বাছুর টিকে বের করে। এই ঘটনা প্রথম বার ঘটল। আমি ঋণ করে গাভী টি লালন পালন করেছি, গাভী টি বাচে কিনা সন্দেহ আছে।
ভেটেরিনারি পল্লিচিকিৎসক ডা: হাবিবুর রহমান বলেন, আজ সকালে একটি গাভীর বাছুর খালাস করতে গিয়ে দেখে বাছুরের দুটি মাথা। পরে আমাকে অবগত করলে আমি গাভীর পেট কেটে অপারেশন করে বাছুর টি খালাস করি। বাছুরের একটি মাথা ভিতরেই মারা যায় এবং অপর একটি মাথা খালাসের দুই তিন মিনিট পরে মারা যায়। তবে গাভী টি এখন সুস্থ্য রয়েছে।
আরো পড়ুন: নবীনগরের আঞ্চলিক কথা ফেইসবুক গ্রুপের উদ্যোগে ৪ টি অসহায় পরিবার কে ৫ পাঁচ লাখ ৫০ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সবচেয়ে বড় ও জনপ্রিয় ফেইসবুক গ্রুপ নবীনগরের আঞ্চলিক কথা- মানুষের কল্যাণে ফেইসবুক গ্রুপের উদ্যোগে ৪ টি অসহায় পরিবার কে ৫ পাঁচ লাখ ৫০ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
আজ ১৯শে মে শুক্রবার সকালে, উপজেলা পরিষদ হল রুমে এ অনুদান প্রদান করা হয়।
নবীনগরের আঞ্চলিক কথা – মানুষের কল্যাণে
গ্রুপের সভাপতি দার্শনিক মোজাম্মেল হক,
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, ব্যারিস্টার আশরাফ রহমান, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু কাওছার, নবীনগরের আঞ্চলিক কথা – মানুষের কল্যাণে গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রানা জালাল মুন্সি, প্রধান উপদেষ্টা নিলোফার ইয়াসমিন লাকি, গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাতা স্বপন মিয়া, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম খান, গ্রুপের সদস্য জাবিদ আল মোয়াজ, মুজিবুর রহমান পথিক, আবুল খায়ের বাইছা, খাজা আহমেদ, মোঃ ওয়াসিম, নাজমুল হাসান জেমস, নুরে আলম রানা, মাসুম মিয়া, সুহেল রানা, জুয়েল মিয়া, আলমগীর হোসেন সহ আরও অনেকই।
উল্লেখ, এই গ্রুপের উদ্যোগে এই পর্যন্ত নবীনগর উপজেলার ১৯টি ইউনিয়নের, ৪৫ টি হতদরিদ্র অসহায় পরিবারকে নগদ টাকা, এবং ৭টি গৃহহীন পরিবারকে ৭টি টিনের ঘর নির্মাণ সহ ( ৩৫ পয়ত্রিশ লক্ষ ৫০ পঞ্চাশ হাজার ) টাকার বেশি আর্থিক সহায়তা, অসহায় অসুস্থ মানুষের চিকিৎসা এবং ঘর নির্মাণ সহ তাদের পাশে দাঁড়িয়েছেন এই গ্রুপের এডমিন মডারেটর ও সকল সন্মানিত সদস্যগন।
এই পত্রিকায় প্রকাশিত লেখা, ছবি, অনুমতি ছাড়া প্রকাশ করা সম্পুর্ণ বেআইনি ও নিষেধ।