তানভীর আহমেদ, স্টাফ রিপোর্টারঃ সমবায় শক্তি, সমবায় মুক্তি; সমবায়ে অংশগ্রহণ করি, সমাজের উন্নয়ন করি এ স্লোগানকে সামনে রেখে গ্রামীণ সমাজ উন্নয়নে কাজ করার আত্ন প্রত্যয় নিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বরখারচর গ্রামে ২১ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকার সময় বস্ত্র উৎপাদন মুখী সমবায় সমিতি লিঃ এর শুভ উদ্ভোদন করেন উপজেলা সমবায় অফিসার জাকির হোসেন। সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারজানা আক্তার বলেন,শিক্ষা,চিকিৎসা,প্রশিক্ষন সহ বেশ কয়েকটা কর্মসূচী নিয়ে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে এ সমিতি যাত্রা শুরু করতে যাচ্ছে। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক, সাহিত্যিক ও সাংবাদিক মোহাম্মদ আরীফুল ইসলাম, দৈনিক আমাদের সময় প্রতিনিধি নাঈমুজ্জামান নাঈম, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি আলী হায়দার, সমাজসেবক শাফায়েত উল্লাহ খন্দকার, মোঃ কাজল প্রমুখ। এ সময় বস্ত্র উৎপাদন মুখী সমবায় সমিতি লিঃ এর সদস্য নাছিমা আক্তার, লাকী আক্তার, শরিফা বেগম, মোমেনা বেগম, বদরুন্নেছা, আছমা আক্তার, ফাতেমা বেগম, চায়না আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের লেখা আলোকচিত্র, অডিও ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।