মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:০৪ অপরাহ্ন

নরসিংদীর খবরের প্রতিষ্ঠাতা সম্পাদক হাবিবুল্লা বাহারের স্মরণসভা অনুষ্ঠিত

নাসিম আজাদ / ৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
নরসিংদীর_খবরের_প্রতিষ্ঠাতা_সম্পাদক_হাবিবুল্লা_বাহারের_স্মরণসভা_অনুষ্ঠিত

নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ সাপ্তাহিক নরসিংদীর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধের গেরিলা বাহিনীর কমান্ডার, প্রথিতযশা সাংবাদিক প্রয়াত হাবিবুল্লা বাহারের ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় হাবিবুল্লা বাহার স্মৃতি সংসদের আয়োজনে কোর্ট রোডে নরসিংদীর খবর কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মুস্তফা মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিবারণ রায়, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও শিক্ষক নেতা বাবু রঞ্জিত কুমার সাহা, সাপ্তাহিক নরসিংদীর খবর পত্রিকার সম্পাদক সেতারা বেগম, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাবের সিনিয়র সদস্য হলধর দাস প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুল ইসলাম সোহেল, সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, সহ-সভাপতি টুটুল শিকদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ, যুগ্মসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, প্রচার ও প্রকাশনা সম্পাদক সফিউদ্দিন খন্দকার,কবি ও ছড়াকার মহসিন শিকদার, মোঃ রাজিব আহমেদ, সাংবাদিক নাসিম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা প্রয়াত হাবিবুল্লা বাহারের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক উল্লেখ ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
আলোচনা শেষে প্রয়াত হাবিবুল্লা বাহারের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এই ওয়েবসাইটের লেখা আলোকচিত্র, অডিও ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!