ঢাকামঙ্গলবার , ২৬ অক্টোবর ২০২১
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কালিয়াকৈর উপজেলা
  5. কিশোরগঞ্জ
  6. কুমিল্লা
  7. কুলিয়ারচর উপজেলা
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাজীপুর
  11. চট্টগ্রাম
  12. জাতীয়
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. দিনাজপুর জেলা
আজকের সর্বশেষ সবখবর

ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিখোঁজ যুবকের লাশ ৩ দিন পর ভাসলো শীতলক্ষ্যায়

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২১ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

সাব্বির হোসেন, প্রতিদিনের পোস্ট: ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিখোঁজ যুবকের লাশ ৩ দিন পর ভাসলো শীতলক্ষ্যায়।

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল রেলসেতুর মাঝ খানে ছবি তুলতে গিয়ে উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ যুবক অলি মিয়ার (১৮) এর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার তিন দিন (৬৫ ঘন্টা) পর আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ডাংগা ইউনিয়নের ফুলেশ্বরী এলাকার শীতলক্ষ্যা নদীর মাঝখান থেকে নিখোঁজ ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, গত শনিবার (২৩ অক্টোবর) সাড়ে ৫টার দিকে মাধবদী থেকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এলাকায় ঘুরতে আসে শাহজাহান ও অলি মিয়া নামের দুই যুবক। পরে ঘোড়াশাল নতুন রেলসেতুতে ছবি তুলতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অলি মিয়া শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে তাকে উদ্ধার করার জন্য ঘটনাস্থল ও তার আশে পাশের স্থানে শনিবার ও রবিবার পলাশ ফায়ার সার্ভিস, টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবরি দল এবং নরসিংদী রেলওয়ে পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করে। এছাড়া নিখোঁজের স্বজনরাও তাকে খোঁজাখুঁজি করে কিন্তু কেউ তাকে খুঁজে পায়নি।

এদিকে আজ মঙ্গলবার সকালে ডাংগা ইউনিয়নের ফুলেশ্বরী এলাকার শীতলক্ষ্যা নদীর মাঝখান থেকে নিখোঁজ যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা নিখোঁজ যুবকের স্বজনদের লাশ দেখার খবর দেন। এ খবর পেয়ে সকাল ১০টার দিকে স্বজনরা ট্রেনের ধাক্কায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করে। এটি নিশ্চিত করে নিহত অলির চাচা ফজলুর রহমান জানান, শীতলক্ষ্যা নদীতে তিনদিন ধরে অনেক খুঁজাখুঁজি করার পরেও যখন তার খোঁজ পাচ্ছিলাম না তখন ঘটনাস্থলের আশে পাশের লোকজনকে আমার মোবাইল নাম্বার দিয়ে রেখেছিলাম। আজ নদীতে লাশ ভাসতে দেখে তারা আমাকে খবর দেন। পরে আমরা এসে অলির মিয়ার লাশ শনাক্ত করি।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহিরুল আলম নিখোঁজ যুবকের লাশ পাওয়ার খবর নিশ্চিত করে বলেন, নরসিংদী রেলওয়ে পুলিশকে এ বিষয়ে জানানো হয়েছে। নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী জানান, নিখোঁজ যুবকের লাশ পাওয়া গেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিদিনের পোস্ট পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট ও সোর্স থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সুত্রসহ প্রকাশ করা হয়। তাই কোনো খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।