বিআরটিসি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। কুমিল্লার লাকসাম উপজেলায় বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় কুমিল্লা-নোয়াখালী সড়কের কালিয়াচো এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলো পাশ্ববর্তী লালমাই উপজেলার ভোলাইন ্ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৪৮), স্ত্রী পারুল বেগম (৩৮), শাশুড়ি গোলাপ নাহার (৬২) ও মেয়ে জান্নাত (১)।
বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আহমেদ। তিনি জানান, ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন।
পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃ ত্যু হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান। রাব্বি মল্লিক/এনজে