রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৮ পূর্বাহ্ন

নাসিরনগরে সাংবাদিক কে হুমকি, প্রতিকার চেয়ে নাসিরনগর থানায় অভিযোগ

এহসানুল হক রিপন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি / ৫২ বার
আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩

এহসানুল হক রিপন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ সমাচার পত্রিকার নিজস্ব প্রতিনিধি স্থানীয় মিহির দেবকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমকি প্রদান। এই বিষয়ে নাসিরনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মিহির দেব।

ভুক্তভোগী সংবাদকর্মী ও অভিযোগ সূত্রে জানা যায়,
উপজেলার গোকর্ন ইউনিয়ন এলাকায় বেরিবাঁধ সংলগ্ন সরকারি যায়গার মাটি অবৈধভাবে কেটে অন্যত্র বিক্রি করছেন এমন খবর দেন স্থানীয় কয়েকজন। খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানে প্রভাবশালীদের রোশানলে পড়তে হয়। তারা এসময় বিভিন্ন হুমকি দেয়। ঘটনাস্থল থেকে ফিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন মিহির দেব। এরপর থেকে হোসেন মিয়া’র লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি থেকে মিথ্যা অপবাদ দিয়ে সুনাম নষ্ট করছে। আইডি গুলো হলো, রুবেল, রাকিব আহমেদ, শেখ সাজেদুল ইসলাম, এস এস শাহাদাৎ, মো: রাহেল, জাহাঙ্গীর হোসেন, নাসিরনগর মোবাইল মেলা, আমান উল্লাহ ছাড়াও অনেকেই।

পরে এর প্রতিকার চেয়ে নাসিরনগর থানায় অভিযোগ দায়ের করেন সংবাদ কর্মী মিহির দেব।

এই বিষয়ে জানতে চাইলে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবউল্লাহ সরকার বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন: ভারতের আসামের শিলচরের বাংলা ভাষার স্বীকৃতির আদায়ের লড়াইয়ে পুলিশের গুলিতে প্রাণ হারানো ১১ ভাষা শহীদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা সংহতি মিছিল ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শুক্রবার (১৯ মে) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে ভাষা সংহতি মিছিল বের করে তিতাস আবৃত্তি সংগঠন।মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে এসে শেষ হয়। এরপর সেখানে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ কর্মসূচিতে ভারতের আগরতলা থেকে আসা ‘কাব্যায়ন’ নামে একটি সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরাও অংশ নেন।মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ. এস. এম. শফিকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।উল্লেখ্য, ১৯৬১ সালের ১৯ মে আসামের শিলচরে বাংলা ভাষার অধিকার আদায়ের লড়াইয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান এক নারীসহ ১১ জন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!