শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:১০ অপরাহ্ন

পলাশে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক : / ২২ বার
আপডেট : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ১১১৬তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় পলাশ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী পিএএ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা।

আরও উপস্থিত ছিলেন স্কাউট এর জাতীয় কমিশনার সাফিনা রহমান, পলাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসরিন আক্তার, কোর্স লিডার পারভীন আক্তার।

উক্ত কোর্সে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, স্কাউটের মাধ্যমে হাতে কলমে শিক্ষা দিয়ে মানব সেবায় শিক্ষার্থীদের যথাযথভাবে তৈরি করবেন।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী পিএএ সকল শিক্ষকদের স্কাউট ওরিয়েন্টেশন কোর্সে স্বাগত জানান এবং পলাশের প্রতিটি প্রতিষ্ঠানে সাফল্যের সাথে স্কাউট কার্যক্রম পালন করে একটি সুশৃঙ্খল দেশ গড়ার সহযোগিতার আহ্বান জনান।

জাতীয় কমিশনার সাফিনা রহমান তাঁর বক্তব্যে স্কাউটিং এর মাধ্যমে দেশকে সুন্দর করে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার পলাশে স্কাউট কার্যক্রম সচল রাখার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!