বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৮ পূর্বাহ্ন

শেষমেষ তাহসান-মিথিলার মেয়ে আইরা করোনায় আক্রান্ত!

রাব্বি মল্লিক, নরসিংদী জার্নাল / ২৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২

গায়ক ও অভিনেতা তাহসান ্‌খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার মেয়ে আইরা ্‌তাহরীম খানও করোনাভাইরাসে আক্রান্ত।

বর্তমানে মায়ের সঙ্গে কলকাতায় আছে আইরা। ্‌বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ্‌তার করোনা আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন ্‌মিথিলা।

মিথিলা বলেন, ‘আইরার গেল্‌্‌তিন দিন জ্বর থাকার পর পরীক্ষা করালে বুধবার (৫ জানুয়ারি) ্‌করোনা পজিটিভ ধরা পড়ে। তবে আগে থেকেই ওষুধ খাওয়ানো শুরু করায় ্‌এখন বেশ ভালো আছে।’এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন মিথিলার স্বামী নির্মাতা সৃজিত মুখার্জিও।

এ অভিনেত্রী বলেন, ,‘সৃজিত ও আইরা দু’জনই এখন আগের চেয়ে ভালো আছে।্‌,তারা যেন দ্রুত সুস্থতা লাভ করে সেজন্য সবাই দোয়া করবেন।’

বর্তমানে স্বামী এবং কন্যা ্‌দু’জনের কাছ থেকেই আলাদা থাকছেন মিথিলা। ্‌দূর থেকেই তিনি তাদের খাবার ও ওষুধ দিচ্ছেন। তাহসানের সঙ্গে মিথিলার ্‌বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট।

২০১৭ সালের জুলাই মাসে ্‌তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান আইরা এখন মিথিলার ্‌কাছেই থাকে। আর তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালে ডিসেম্বরে ্‌কলকাতার নির্মাতা সৃজিতকে বিয়ে করেন মিথিলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান। রাব্বি মল্লিক/এনজে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!