সাব্বির হোসেন, প্রতিদিনের পোস্ট: নরসিংদীর পলাশ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ফারহানা আফসানা চৌধুরীর হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল ১৩ বছরের কিশোরী।
আজ শুক্রবার (৮ অক্টোবর) সকালে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বাড়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
পলাশ উপজেলার মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপার ভাইজার মোঃ সহিদুল ইসলাম বক্স নরসিংদী জার্নালকে জানান, জিনারদী ইউনিয়নের বাড়ারচর গ্রামের মোঃ সুরুজ মিয়ার মেয়ের সাথে পাশ্ববর্তী গ্রামের এক ছেলের বিয়ের আয়োজন চলছিলো।
খবর পেয়ে পলাশের ইউএনওর নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেহানা পারভীন, জিনারদর ইউপির ৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ হুমায়ুন সরকার ও ৪,৫, ৬ নং ওয়ার্ডের নারী মেম্বার নার্গিস আক্তার মেয়ের বাড়ী গিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন। পরে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেনা বলে মুচলেখা দেন মেয়ের বাবা মোঃ সুরুজ মিয়া। শেষে বাল্যবিয়ে প্রতিরোধে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে সচেতনামূলক বৈঠক অনুষ্ঠিত হয়।
এই ওয়েবসাইটের লেখা আলোকচিত্র, অডিও ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।