ঢাকারবিবার , ১০ অক্টোবর ২০২১
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কালিয়াকৈর উপজেলা
  5. কিশোরগঞ্জ
  6. কুমিল্লা
  7. কুলিয়ারচর উপজেলা
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাজীপুর
  11. চট্টগ্রাম
  12. জাতীয়
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. দিনাজপুর জেলা
আজকের সর্বশেষ সবখবর

পলাশে ৬২টি পুজা মন্ডপে নগদ অর্থ বিতরণ

নাসিম আজাদ, প্রতিদিনের পোস্ট
অক্টোবর ১০, ২০২১ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নাসিম আজাদ, প্রতিদিনের পোস্ট: পলাশে ৬২টি পুজা মন্ডপে নগদ অর্থ বিতরণ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নরসিংদীর পলাশ নির্বাচনী এলাকার ঘোড়াশাল পৌর এলাকাসহ ৭টি ইউনিয়নের ৬২ টি পূজা মন্ডপে সরকারী বরাদ্দকৃত ও সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল হতে ১১ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা অনুদান প্রদান করা হয়।

রবিবার (১০ অক্টোবর) রাত ৭টায় পলাশ উপজেলা সন্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিটি পুজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে এ অনুদানের নগদ অর্থ তুলে দেন,নরসিংদী -২ পলাশের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী সহ প্রতিটি পুজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই ওয়েবসাইটের লেখা আলোকচিত্র, অডিও ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।

প্রতিদিনের পোস্ট পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট ও সোর্স থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সুত্রসহ প্রকাশ করা হয়। তাই কোনো খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।