সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৫৫ অপরাহ্ন

নরসিংদীতে একদিনে আরও ১১ জনের করোনা শনাক্ত

সাব্বির হোসেন, প্রতিদিনের পোস্ট / ২৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
নরসিংদীতে_একদিনে_আরও_১১_জনের_করোনা_শনাক্ত

সাব্বির হোসেন, প্রতিদিনের পোস্ট: নরসিংদীতে গত ২৪ ঘন্টায় ১৫২ টি নমুনা পরীক্ষায় ১১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনার সংখ্যা বিবেচনায় এ শনাক্তের গড় হার ৭.২৩ শতাংশ।

আজ পর্যন্ত নরসিংদী জেলার মোট ৫৭ হাজার ৬৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৩৭১ জনের দেহে।

আজ বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর) দুপুরে নরসিংদী সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম এ তথ্য জানান। তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১১ জনের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৭ জন, বেলাব উপজেলায় ২ জন ও পলাশ উপজেলায় ২ জন।

এ পর্যন্ত ছয়টি উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৬ হাজার ৮৩ জন, রায়পুরা উপজেলায় ৬১৩ জন, বেলাব উপজেলায় ৭৩২জন, মনোহরদী উপজেলায় ৮৯৪ জন, শিবপুর উপজেলায় ১ হাজার ৪০৭ জন ও পলাশ উপজেলায় ১ হাজার ৬৪২জন।

নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় নরসিংদী সদর উপজেলার আইসোলেশনমুক্ত হয়েছেন আরও ১১ জন।

এদের মধ্যে নরসিংদী সদর উপজেলার ৩ জন, রায়পুরা উপজেলার ১ জন, বেলাব উপজেলার ২ জন, মনোহরদী উপজেলার ১ জন, শিবপুর উপজেলার ১ জন ও পলাশ উপজেলার ৩ জন। এ পর্যন্ত ছয়টি উপজেলায় মোট আইসোলেশনমুক্ত হয়েছেন ১১ হাজার ২০৪ জন।

আজ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে নরসিংদীর জেলার ছয় উপজেলায় ৮৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৪০ জন, রায়পুরা উপজেলায় ৮ জন, বেলাব উপজেলায় ৯ জন, মনোহরদী উপজেলায় ১১ জন, শিবপুর উপজেলায় ৯ জন ও পলাশ উপজেলায় ১২ জন।

এই ওয়েবসাইটের লেখা আলোকচিত্র, অডিও ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!