মোঃ মিজানুর রহমান (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বিশিষ্ট কলামিস্ট ও দৈনিক মুক্ত খবরের সহকারী সম্পাদক এ, কে, এম শামছুল হক রেনু অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বাড়ি পাকুন্দিয়া উপজেলার সুখিয়া গ্রামে। তার পারিবারিক সূত্রে জানা যায় তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস রোগে আক্রান্ত। কিডনি ও ফুসফুসে ইনফেকশন দেখা দিয়েছে।গত এক সপ্তাহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার অবস্থার অবনতি হলে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তার পরিবারের পক্ষ থেকে সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।
এই ওয়েবসাইটের লেখা আলোকচিত্র, অডিও ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।