প্রদীপ কুমার দেবনাথ, নিজস্ব প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট: টি-২০ বিশ্বকাপের নবম ম্যাচে গ্রুপ বি এর খেলায় পাপুয়া নিউগিনিকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অলরাউন্ড পারফর্মেন্স, মেহেদী হাসান, সাইফুদ্দিন আর তাসকিনের আঘাতে বিধ্বস্ত পাপুয়া নিউগিনি মাত্র রান করে অলআউট হয়ে যায়। তবে বাংলাদেশের মাস্টার বোলার খ্যাত মোস্তাফিজুর রহমানকে নিষ্প্রভ মনে হয়।
পাপুয়া নিউগিনির পক্ষে একমাত্র কিপলিন ডরিগা ৪৬ রান করেন। এছাড়া চাঁদ সুপার দুই অঙ্কের কোঠায় পৌঁছান। আর কেউ দাঁড়াতেই পারেনি। এর আগে টসে জিতে লিটন দাসের ২৩ বলে ২৯, সাকিব আল হাসানের ৩৭ বলে ৪৬, মাহমুদউল্লাহর ২৮ বলে ঝড়ো ৫০ এবং আফিফের১৪ বলে ২১ রানের সুবাদে ১৮১ রানের বিশাল সংগ্রহ গড়ে তুলে বাংলাদেশ। বাংলাদেশী বোলিং আক্রমণে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পাপুয়া নিউগিনি মাত্র ৯৭ রান সংগ্রহ করে। বোলিংয়ে সাকিব আল হাসান ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ টি উইকেট নেন। এছাড়া তাসকিন ২ টি, সাইফুদ্দীন ২ টি, মেহেদী ১ টি করে উইকেট নেন।
এই ওয়েবসাইটের লেখা আলোকচিত্র, অডিও ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।