ঢাকাবুধবার , ১ ডিসেম্বর ২০২১
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কালিয়াকৈর উপজেলা
  5. কিশোরগঞ্জ
  6. কুমিল্লা
  7. কুলিয়ারচর উপজেলা
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাজীপুর
  11. চট্টগ্রাম
  12. জাতীয়
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. দিনাজপুর জেলা
আজকের সর্বশেষ সবখবর

পলাশে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নরসিংদী জেলা প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট
ডিসেম্বর ১, ২০২১ ৬:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদী জেলা প্রতিনিধি, প্রতিদিনের পোস্ট: নরসিংদীর পলাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক যুবক নিহত হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের বড়িবাড়ি রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তবে তাৎক্ষণিক ভাবে যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকাল ৭টায় জিনারদী ইউনিয়নের বড়িবাড়ি গ্রামের রেল ব্রীজের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে রেলওয়ে পুলিশ সকাল ১০ টায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী প্রতিদিনের পোস্টকে বলেন, আমরা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। তবে আমরা যুবকের পরিচয় নিশ্চিত হতে পারি নি। আর আমরা ধারণা করছি ভোরে ঢাকা থেকে সিলেট গামী পারাবত এক্সপ্রেস এর নীচে কাটা পড়ে যুবকের মৃত্যু হতে পারে। আমরা যুবকের পরিচয় উদ্ধারে কাজ করছি।

প্রতিদিনের পোস্ট পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট ও সোর্স থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সুত্রসহ প্রকাশ করা হয়। তাই কোনো খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।