ঢাকাবৃহস্পতিবার , ৭ অক্টোবর ২০২১
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কালিয়াকৈর উপজেলা
  5. কিশোরগঞ্জ
  6. কুমিল্লা
  7. কুলিয়ারচর উপজেলা
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাজীপুর
  11. চট্টগ্রাম
  12. জাতীয়
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. দিনাজপুর জেলা
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে একদিনে আরও ১৬ জনের করোনা শনাক্ত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক :
অক্টোবর ৭, ২০২১ ৫:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে গত ২৪ ঘন্টায় ২৯৫ টি নমুনা পরীক্ষায় ১৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনার সংখ্যা বিবেচনায় এ শনাক্তের গড় হার ৫.৪২ শতাংশ। আজ পর্যন্ত নরসিংদী জেলার মোট ৫৭ হাজার ৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৩৩৭ জনের দেহে।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে নরসিংদী সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম এ তথ্য জানান। তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১৬ জনের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ১১ জন, মনোহরদী উপজেলায় ২ জন ও শিবপুর উপজেলায় ৩ জন।

এ পর্যন্ত ছয়টি উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৬ হাজার ৬৩ জন, রায়পুরা উপজেলায় ৬১২ জন, বেলাব উপজেলায় ৭২৮ জন, মনোহরদী উপজেলায় ৮৯৪ জন, শিবপুর উপজেলায় ১ হাজার ৪০৩ জন ও পলাশ উপজেলায় ১ হাজার ৬৩৭ জন।

নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় আইসোলেশনমুক্ত হয়েছেন আরও ৯ জন। এদের মধ্যে সদর উপজেলার ৬ জন, মনোহরদী উপজেলার ১ জন ও পলাশ উপজেলার ২ জন। এ পর্যন্ত ছয়টি উপজেলায় মোট আইসোলেশনমুক্ত হয়েছেন ১১ হাজার ১৪৭ জন।

আজ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে নরসিংদীর জেলার ছয় উপজেলায় ৮৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৪০ জন, রায়পুরা উপজেলায় ৮ জন, বেলাব উপজেলায় ৯ জন, মনোহরদী উপজেলায় ১১ জন, শিবপুর উপজেলায় ৯ জন ও পলাশ উপজেলায় ১২ জন।

প্রতিদিনের পোস্ট পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট ও সোর্স থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সুত্রসহ প্রকাশ করা হয়। তাই কোনো খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।