প্রদীপ কুমার দেবনাথ, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ বেলাব উপজেলা শাখার নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার ( নভেম্বর ২০২১ খ্রিঃ) জেলা ছাত্রলীগ সভাপতি হাসিবুল হাসান মিন্টু ও সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমনের যৌথ স্বাক্ষরিত জেলা ছাত্রলীগের প্যাডে এই অনুমোদন প্রদান করা হয়। এর আগে মেয়াদ উর্ত্তীর্ণ সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সারোয়ার হোসেন অপুকে সভাপতি ও শাহরিয়ার তৌফিককে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অপর সদস্যরা হলেন, সহ-সভাপতি মৃদুল দেবনাথ, বিকাশ মোদক, মোখলেছুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক, শিপু খন্দকার, তৌহিদুজ্জামান, রকিব হাসান, সাংগঠনিক সম্পাদক আরমান ভূঁইয়া নিপু, সৌরভ মিয়া, তানভীর আহমেদ সেতু, প্রচার সম্পাদক – মোঃ অলিউর রহমান, দপ্তর সম্পাদক – জামিল, সহ-দপ্তর সম্পাদক – রায়হান প্রধান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।