মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১১:৩০ অপরাহ্ন

বিএনপি দেশের টাকা লুট করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে- আইন মন্ত্রী আনিসুল হক

প্রতিনিধির নাম / ২৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

মোঃ আলমগীর হোসেন, প্রতিদিনের পোস্ট: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন আয়োজিত অনুষ্ঠানে আজ (২৭ এপ্রিল) বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট চাইলেন। মন্ত্রী বলেন, ১৯৭৫ সালে কতিপয় মোশতাক বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে ষড়যন্ত্রকারিরা পাকিস্তান বানাতে চেয়েছিলো।

দীর্ঘ ২১ বছর পর শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশটাকে মর্যাদার আসনে বসিয়েছে। দেশ এখন সারা বিশ্বে মর্যাদার আসনে আসীন। ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনাকে ২০ বার হত্যা করতে চেয়েছে। এখনো ষড়যন্ত্র চলছে। তিনি সকলকে চোখ কান খোলা রাখতে বললেন। তিনি বর্তমান ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, ২০৪১ সালে আপনারাই এই দেশকে নেতৃত্ব দেবেন। তাই শিক্ষকদেরকে তিনি সঠিক ইতিহাস ঐতিহ্য পাঠে মনোযোগী করতে আহবান জানান।

মন্ত্রী এর আগে বিদ্যালয়ের নতুন ভবন ও শতবর্ষের বিদ্যালয়ের সংকলন উদ্বোধন করলেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এবাদুল করিম বুলবুল এম.পি, এছারাও আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ্গীর আলম, পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন, নবীনগর উপজেলা চেয়ারম্যান মনির হোসেন, কসবা পৌর মেয়র এম.জি হাক্কানী, নবীনগর পৌরসভা মেয়র শিব শংকর দাস ও আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল।

আরো পড়ুন: কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী অনুষ্ঠান ঘিরে সমালোচনার ঝড়

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পূর্ব এলাকার ঐতিহ্যবাহী শতবর্ষী কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। শতবর্ষী অনুষ্ঠানে তিন রকমের পোষ্টার ব্যানার করায় এই অনুষ্ঠানকে ঘিরে চলছে সমালোচনার ঝড়।

জানা যায়, কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে গত একবছর যাবৎ বিভিন্ন ভাবে প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে উপ কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়। এই অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক কে প্রধান অতিথি, স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল ও সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদলকে বিশেষ অতিথি করে ব্যানার পোস্টার ও আমন্ত্রণ পত্র ছাপানো হয়। কিন্তু অনুষ্ঠানের একদিন আগে বিশেষ অতিথি সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এর নাম পরিবর্তন করা হয়েছে। একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে তিন রকমের পোষ্টার ব্যানার করা হয়েছে। এই সব কাণ্ডজ্ঞানহীন কাজে এলাকায় চলছে উৎসবের পরিবর্তে চাপা ক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নোংরা রাজনীতি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের পরিবর্তন বিষয়ে একাধিক কমিটির দায়িত্ব প্রাপ্ত সদস্যরাও কিছু জানেন না বলে জানান।

এই বিষয়ে অনুষ্ঠানের সম্পাদক কায়তলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলীর নিকট জানতে চাইলে তিনি বলেন এই বিষয় নিয়ে রাজনীতি হয়েছে এই বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি বলতে পারবেন আর আমি এই বিষয়ে দুঃখিত।

এই বিষয়ে নবীনগর উপজেলা আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা বলেন কাইতলার একটি শতবর্ষী অনুষ্ঠান কে কেন্দ্র করে নষ্ট রাজনীতি শুরু হয়েছে। আমরা মনে করি কাউকে ছোট করতে চাইলে যে ছোট করতে চাই সেই ছোট হয়। যারা এইসব নষ্ট রাজনীতি করে তারা ছোট মনের মানুষ। আমরা এই অনুষ্ঠানকে বর্জন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!