ঢাকাবুধবার , ৯ মার্চ ২০২২
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. কালিয়াকৈর উপজেলা
  5. কিশোরগঞ্জ
  6. কুমিল্লা
  7. কুলিয়ারচর উপজেলা
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাজীপুর
  11. চট্টগ্রাম
  12. জাতীয়
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. দিনাজপুর জেলা
আজকের সর্বশেষ সবখবর

ওয়েস্ট ইন্ডিজ ইতিহাস গড়লো নাটকীয় জয়ে

স্পোর্টস ডেস্ক, প্রতিদিনের পোস্ট
মার্চ ৯, ২০২২ ৬:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক, প্রতিদিনের পোস্ট: ওয়েস্ট ইন্ডিজ ইতিহাস গড়লো নাটকীয় জয়ে।

মাত্র ৯ রান প্রয়োজন শেষ ৩ ওভারে। মাত্র ২ উইকেট হাতে। উইকেটে দুই ব্যাটারই আবার সেট হয়ে গেছেন। জয়ের পাল্লা ইংল্যান্ডের দিকেই ঝুঁকে পড়েছিল।

তারপরও ওয়েস্ট ইন্ডিজ অবিশ্বাস্যভাবে জয় ছিনিয়ে নিলো। এক ওভারে ২ উইকেট হারিয়ে ৭ রানে হেরে গেছে ইংল্যান্ড। ইতিহাসে এবারই প্রথমবার নারী বিশ্বকাপের ক্যারিবীয়রা ইংলিশদের হারাতে পারলো।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষেই ছিল ডানেডিনে টসভাগ্য। ক্যারিবীয়রা শেমাইন ক্যাম্পবেলের হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ২২৫ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায়। জবাবে ইনিংসের ১৪ বল বাকি থাকতে ২১৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো ছিল। দিয়েন্দ্রো ডটিন (৩১) আর হেইলে ম্যাথিউজ (৪৫) প্রথম ২০ ওভারে ৮১ রান তুলে দেন দলকে। সেখান থেকে ক্যারিবীয়রা ৫ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে।

একশর আগে (৯৮ রানে) হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। তবে পঞ্চম উইকেটে ১২৩ রানের বড় জুটিতে দলকে লড়াকু পুঁজি এনে দেন শেমাইন ক্যাম্পবেল আর চেদিন নেশান। ক্যাম্পবেল ৬৬ রানে আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন নেশান (৪৯)।ইংল্যান্ডের সোফি একলেস্টন ২০ রানে নেন ৩টি উইকেট।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/প্রতিদিনের পোস্ট

প্রতিদিনের পোস্ট পোর্টালে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট ও সোর্স থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সুত্রসহ প্রকাশ করা হয়। তাই কোনো খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।