শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০১:২৭ অপরাহ্ন

নরসিংদীর ঘোড়াশালে স্কাউটদের দীক্ষা ও ক্যাম্পফায়ার অনুষ্ঠিত

সাব্বির হোসেন, প্রতিদিনের পোস্ট / ২৭ বার
আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
নরসিংদীর_ঘোড়াশালে_স্কাউটদের_দীক্ষা_ও_ক্যাম্পফায়ার_অনুষ্ঠিত

সাব্বির হোসেন, প্রতিদিনের পোস্ট: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট গ্রুপের দীক্ষা ও ক্যাম্পফায়ার অনুষ্ঠান সোমবার (১১ অক্টোবর) রাতে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা সমৃদ্ধ সমাজ গড়তে স্কাউটিংয়ের ভূমিকা নিয়ে কথা বলেন।

ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উবায়দুর রহমান তালুকদারের সভাপতিত্বে সকালে স্কাউটের দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কমিশনার (প্রোগ্রাম) বাংলাদেশ স্কাউটসের মোহাম্মদ আতিকুজ্জামান রিপন ও সন্ধ্যায় ক্যাম্পফায়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) ও ঢাকা কলেজের অধ্যক্ষ আই.কে সেলিম উল্লাহ খন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন স্কাউটের জাতীয় কমিশনার (ফাউন্ডেশন) ও নরসিংদী জেলার দায়িত্বপ্রাপ্ত জাতীয় কমিশনার সাফিনা রহমান ও পলাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার সহ বিভিন্ন স্কুল, কলেজের প্রধানগণ।

এই ওয়েবসাইটের লেখা আলোকচিত্র, অডিও ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!