শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:০৫ পূর্বাহ্ন

নরসিংদীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নাসিম আজাদ, প্রতিদিনের পোস্ট / ৫৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
নরসিংদীতে_বিশ্ব_শিক্ষক_দিবস_পালিত

নাসিম আজাদ, প্রতিদিনের পোস্ট: নরসিংদীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত। “শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নরসিংদীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২১ পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৩ অক্টোবর) নরসিংদীর এলজিইডি মিলনায়নে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা মাদার ডেভেলপমেন্ট সোসাইটি (এমডিএস) ও গণসাক্ষরতা অভিযান’র যৌথ বাস্তবায়নে সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার।

এমডিএস এর নির্বাহী পরিচালক ফাহিমা খানমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: ইসমাইল হোসেন, নরসিংদী শহর সমাজ সেবা কর্মকর্তা রেজাউল করিম হিমেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি ফাহিমা খানম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান মনজিল এ মিল্লাত, ভেলানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন। শিক্ষক, সুইড প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক, এসএমসি সদস্য এস এম শরিফ, রিয়াজুল ইসলাম প্রমূখ।

এতে শিক্ষক-শিক্ষার্থী, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, এনজিও কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীগণ। সেমিনারে ছাত্র-শিক্ষকের মধ্যে কেমন সম্পর্ক থাকা উচিত। একজন আদর্শ ও নীতিবান শিক্ষকে কি কি গুনাবলি থাকতে হবে, শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষা উপকরন, শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট এসকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই ওয়েবসাইটের লেখা আলোকচিত্র, অডিও ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!