পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসাইনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মাতা শেখ রাজিয়া নাসের এর ১ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার ডাংগা ইউনিয়নের কাজৈর দাখিল মাদ্রাসা মাঠে কোরআন খতম, মিলাদ, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাবের উল-হাই, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাওছার ভূইয়া, সহ-সভাপতি জালাল উদ্দীন, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম শেলিম, আয়োজক ডাংগা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসাইন, ৪ নং ওয়ার্ড মেম্বার আবদুল আজিজ লাল মিয়া ও বিভিন্ন ওয়ার্ডের মেম্বার সহ ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।